Chain of glory.
আমাদের আজকে ব্লগ হলো আপনাদের খুব পরিচিত একটি ফুল গাছের ওপর। হ্যাঁ ঠিক ধরেছেন Chain of Glory। একে Light Bloom ও বলা হয়ে থাকে।
Light Bulbs,Chains of Glory ,Clerodendrum গ্রুপের গাছ। এই গ্রুপের আরেকটি পরিচিত গাছ হলো ব্লিডিং হার্ট । গাছগুলি ৫-৬ ফুট অব্দি লম্বা হয়। ফুল গুলি কুঁড়ি অবস্থায় সাদা টুনি বাল্বের মতো দেখতে হয় বলে একে Light bloom বলে। গাছটি মূলত: বছরে একবার ফুল দেয়। শীতের শুরু থেকে মোটামুটি সারা শীতকাল এই কম বেশি ফুল ফোটে । ২-৩ সপ্তাহ অব্দি গাছে ফুলগুলি ফুটে থাকতে পারে।
Native area বলতে এটি মূলত ট্রপিক্যাল অঞ্চলে জন্মায়। এশিয়ার মূলত: থাইল্যান্ড, নেপালে এই গাছ খুব বেশি চোখে পড়ে।
এবার আসি যত্নের কথায়
Full sun to partial shade area তে এই গাছ ভালো হয়। তবে আংশিক রোদ্দুর আসে এমন
জায়গায় এই গাছ সব থেকে বেশী ভালো থাকে। উজ্জ্বল রোদ্দুরে ও এই গাছ হতে পারে তবে সেক্ষেত্রে পাতা গুলো অনেক সময় হলুদ হয়ে যেতে পারে। ভেজা
মাটি সব সময় এরা পছন্দ করে। মাটির গোঁড়া শুকিয়ে যাওয়া এদের একদমই পছন্দ করে না। তাই Daily basis অর্থাৎ দিনে একবার করে জল দেওয়া দরকার।
খুব বেশি শীতের দিনে একদিন অন্তর একদিন জল দিতে হবে। গাছে জল দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ফুলে কোনো ভাবে জল না লাগে। তাহলে কিন্তু ফাংগাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যতটা সম্ভব গাছের গোড়ায় মাটিতে জল দেওয়ার চেষ্টা করবেন।
এরপর যেটা সবথেকে গুরুত্বপূর্ন সেটা হলো পটিং mixture
Soil Medium Ratio:
২পার্ট garden soil
১ পার্ট কম্পোস্ট
১ পার্ট coco পিট
যেহেতু এদের রুট সিস্টেম খুব প্রসারিত হয় তাই একটু বড় ডাইমেনশন এর পাত্রে এই গাছ লাগাবেন।
এই গাছের খুব বেশি সারের চাহিদা একদমই না।
তবে মাটিতে যদি nutrients খুব এর কম থাকে তাহলে যে কোন ঘরোয়া সবজির খোসা ভেজানো জল সার হিসেবে ব্যাবহার করতে পারেন। সবজির খোসা থেকে কিভাবে সার তৈরি করবেন সেটা সম্পর্কে আরেকদিন জানাবো। যদি গাছে ফুল না আসে তাহলে পটাশ বা ফসফরাস দিতে পারেন।
এই গাছ রুট বা স্টেম কাটিং থেকে খুব সহজেই propagate করা যায়।
তো এই হলো chain of glory সম্পর্কে খুব সাধারণ একটু ধারণা। এই সম্পকে আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ।
Leave a comment