কি ভাবছেন এই রকম গাছ আগে কোথাও দেখেছেন? তাহলে আপনি একদম ঠিক ধরেছেন। এই গাছ Devil Backbone এর সাথে অনেক টাই মিলে যায়। কিন্তু এই গাছের নাম Pedilanthus Curley। এর আরেকটা নাম হলো Euphorbia tinthe malodies । এই গাছের পাতায় সবুজ ও গোলাপীর সুন্দর varigation দেখা যায়। এই গাছ কে হ্যাঙ্গিং পটে ঝুলিয়ে রাখলে দেখতে ভীষণ সুন্দর লাগে । যে কোন বারান্দায় বা ঘরের বক্স জানলায় এই গাছ অপরূপ সুন্দর লাগে।
এবার আসি মাটির কথায়:
৫০ ভাগ coco peat ৩০ ভাগ বাগানের মাটি আর ২০ ভাগ গোবর সার মিশিয়ে এই গাছের মাটি তৈরি করে নিতে হবে । গাছকে ঝুলিয়ে রাখলে এই ভাবে মাটি তৈরি করে নিলে মাটি হালকা থাকবে। আর যদি গাছ না ঝুলিয়ে রাখেন তাহলে coco peat কম নিয়ে তার জায়গায় আপনি বাগানের মাটি ব্যবহার করতে পারেন। কোকো পিট না থাকলে তার জায়গায় ৬০ ভাগ মাটি, ২০ ভাগ বালি আর বাকি ২০ ভাগ গোবর সার দেওয়া যেতে পারে।
জলের ক্ষেত্রে অতিরিক্ত জল এদের একদমই পছন্দ নয়। তাই খেয়াল রাখতে হবে ড্রেনেজ সিস্টেম যেন খুব ভালো থাকো। আবার খুব বেশি মাটি শুকিয়ে গেলে কিন্তু গাছের পাতা শুকিয়ে গিয়ে varigation নষ্ট হয়ে যাবে।
সারের ক্ষেত্রে যেহেতু মাটিতে শুরুতেই গোবর সার দেওয়া আছে তাই যতদিন না গাছে নতুন পাতা আসছে বা গাছের growth নজরে আসছে, ততদিন কোন সার দেওয়ার প্রয়োজন নেই। যখন নতুন করে growth দেখা যাবে তখন যে কোন লিকুইড সার এই গাছে দেওয়া যেতে পারে। সরষের খোলের পাতলা জল দেওয়া যেতে পারে। এক ভাগ সরষের খোলের জলের সাথে ১০ ভাগ জল মিশিয়ে দেওয়া যেতে পারে।
আলোর বিষয়ে যেটা প্রথমেই মাথায় রাখতে হবে সেটা হলো খুব বেশি উজ্জ্বল আলো এদের দরকার হয় না। অন্যান্য ইনডোর গাছের মত ব্রাইট indirect sunlight এদের পছন্দ। খুব অন্ধকারে এদের পাতার varigation নষ্ট হয়ে যায়। সকালের হালকা আলো এদের খুব পছন্দের। ১১.৩০ এর পর থেকে দুপুরের রোদ আসে এমন জায়গায় এদের রাখলে পাতা শুকিয়ে যায়। শীতকালে সারাদিন রোদ্দুরে রাখলেও পাতা নষ্ট হয় না। সারা বছর এদের পাতার সৌন্দর্য বজায় থাকে।
এই গাছ কাটিং থেকে খুব সহজেই propagate করা যায়। ৪-৫ ইঞ্চি কাটিং নিয়ে মাটিতে খুব সহজেই এদের propagate করা যায়। কাটিং কে নিয়ে প্রথমে জলে রেখে দিয়েও রুট propagation করা যায়। রুট বেরোলে মাটিতে বসিয়ে দিতে পারেন। তবে এক্ষেত্রে ৪-৫ দিন অন্তর জল পাল্টে দিতে হবে।