Dischidia oiantha 'Variegata'
ডিসচিডিয়া হল Apocynaceae-এর উদ্ভিদের একটি প্রজাতি,যা সম্মিলিতভাবে "মিল্ক উইডস" নামে পরিচিত।
এরা এপিফাইট। এপিফাইট কথার অর্থ হলো পরাশ্রয়ী।চীন, ভারতের পাশাপাশি ভুটানের দক্ষিণ সীমানার গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে, স্বাভাবিক ভাবে জন্মায়। খুব সুন্দর আর কম যত্নে গাছ করার জন্য এটি একটি আদর্শ গাছ।
আলোর কথা বলতে গেলে যেটা প্রথমেই মনে রাখতে হবে সেটা হলো এটিও অন্যান্য ইনডোর প্লান্ট এর মত। তাই ধরে নেওয়া যেতেই পারে এই গাছটিও উজ্জ্বল কিন্তু indirect sunlight পছন্দ করবে। কম আলোতে এদের growth খুব কমে যায় আবার বেশি আলোতে পাতার variegation নষ্ট হয়ে যায়। তাই মাঝারি মানের আলোয় এদের সব থেকে ভালো growrh দেখতে পাওয়া যায় ।
এরা যেহেতু ইপিফাইটের পাশাপাশি succulent er একটি টাইপ তাই জলের প্রতি এদের খুব বেশি ভালোবাসা নেই। তাই জল দিতে হবে বুঝে শুনে। যখন দেখবেন পাতাগুলো গুলো শুকিয়ে এসেছে তখনই জল দিতে হবে।
এই গাছের জন্য খুব বেশি মাটির প্রয়োজন নেই। কোকো পিটের মধ্যে বা খুব ছোট ছোট করে নারকেলের ছোবড়া কেটে নিয়ে সেই টুকরো আর cocopeat মিশিয়ে এই গাছের মিডিয়াম তৈরি করে নিতে পারেন। বা একটি hanging pot এর মধ্যে প্রথমে নারকেলের ছোবড়া র বড় টুকরো তারপর ছোট ছোট টুকরো আর সব শেষে কোকোপিট দিয়ে মিডিয়া বানিয়ে নেবেন। পর বড়ো হলো দুটি ছোট গাছ বসানো যাবে। গাছ প্রতিস্থাপন করার পরে খুব ভালো করে জল দিয়ে দিতে হবে। পরের বার মিডিয়া একদম শুকিয়ে গেলে তবেই জল দেবেন।
এই গাছের propagation এর ক্ষেত্রে খেয়াল করবেন, প্রতিটি node বা পর্ব মধ্যের নিচ থেকে ছোট ছোট শিকড় বেরোয়। এই নোড গুলি কেটে সাধারণ বালিতে বসিয়ে দিলে খুব সহজেই নতুন চারা গাছ করা যেতে পারে।